চলতি এশিয়া কাপ শুরুর আগে আলোচনার বিষয়বস্তু ছিল ভারত ও পাকিস্তান। রাজনৈতিক ও ভৌগোলিক দ্বন্দ্বে বছরজুড়ে মুখর থাকা দুই দেশের বৈরিতায় হুমকির মুখে পড়ে যায় এশিয়া কাপও। শেষমেশ এশিয়া কাপ মাঠে গড়ালেও পুরো আসরজুড়ে উত্তাপ ছড়িয়েছে ভারত ও পাকিস্তান। মাঠের লড়াইয়ে টসকাণ্ড, হ্যান্ডশেক বিতর্ক, ম্যাচ রেফারিকাণ্ডে পাকিস্তানের ম্যাচ বয়কটের হুমকিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে দর্শকদেরও ব্যতিব্যস্ত অবস্থা। গ্রুপ পর্ব, সুপার ফোর পেরিয়ে আরো একবার দুদলের মহাদ্বৈরথের সাক্ষী হতে যাচ্ছেন দর্শক। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়াইয়ে নামবে সূর্যকুমার যাদব ও সালমান আলী আগার দল। এবারের এশিয়া কাপের হট ফেভারিট দল হিসেবেই ফাইনালে পা রেখেছে ভারত। ‘এ’ গ্রুপ...