নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুং ঘোষণা করেছেন যে তিনি আগামী মার্চ মাসের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি জানিয়েছেন, তাঁর আন্দোলন “জনগণের সরকার” গঠনের জন্য শেষ পর্যন্ত লড়াই করবে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সান্দ্রা গ্যাথম্যানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গুরুং বলেন, তাঁর দল প্রচলিত রাজনৈতিক দলের মতো নয়, বরং এটি ‘পরিবর্তনের আন্দোলন’, যা দেশব্যাপী সমর্থকদের একত্রিত করছে। তিনি বলেন, ‘স্বার্থপর ও দুর্নীতিবাজ নেতারাই আমাদের রাজনীতিতে টেনে এনেছে। যদি তারা রাজনীতিই চায়, তাহলে সেটাই তারা পাবে। আমরা পরবর্তী নির্বাচনে লড়ব। কারণ, এখন আর পিছু হটার কোনো সময় নেই।’ সুদানের দল দুর্নীতি প্রতিরোধের বাইরেও একটি বিস্তৃত কর্মসূচিতে কাজ করার অঙ্গীকার করেছে। তারা নেপালের পর্যটন খাতকে উন্নত করা এবং ‘বাহ্যিক হস্তক্ষেপ’ ছাড়াই প্রতিবেশী ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক...