গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের তীব্র সমালোচনা করেছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হওয়া কোনো স্থানকে আরো ধ্বংস করতে ক্রমাগত হামলা চালানোর কোনোই যৌক্তিকতা নেই। আয়ারল্যান্ডের ডাবলিনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে তিনি ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের পক্ষেও যুক্তি দেন। তিনি বলেন, যারা ওই হামলার সঙ্গে সরাসরি জড়িত নয়, তাদের এটা বলার সময় হয়েছে যে, শিশুরা ক্ষুধার্ত থাকতে পারে না। এছাড়া ধ্বংসস্তূপের মধ্যেও কোনো সামরিক আগ্রাসন চলতে পারে না। গাজার চলমান মানবিক দিকটি উপেক্ষা করা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, ইসরাইলের পাশে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইসঙ্গে ইসরাইলের নিরাপত্তার বিষয়টিও উল্লেখ করেন তিনি। গাজা যুদ্ধ সম্পর্কে সাবেক এই প্রেসিডেন্টের মন্তব্য এমন সময় এসেছে, যখন...