তামিলনাড়ুর কারুর জেলায় তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের নির্বাচনি সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হন ৫১ জন। সমাবেশে এমন ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বিজয়। বিজয় লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে, ভাষায় প্রকাশের অতীত যন্ত্রণা ও শোকে কাতর আমি। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ শনিবার (সেপ্টেম্বর) সন্ধ্যায় কারুর-ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে বিজয়ের জনসভা অনুষ্ঠিত হয়। অনুমতি ছিল প্রায় ৩০ হাজার লোক সমাগমের, তবে স্থানীয় গণমাধ্যম জানায় ৬০ হাজারেরও বেশি মানুষ সেখানে ভিড় করে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং...