মাদারীপুর জেলার শিবচরে ট্রাকের ধাক্কায় দেবাষিশ (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহ নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেবাশিষ সরদার শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের ক্রোকচর গ্রামের রমেশ সরদারের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড দিয়ে ভাঙ্গা থেকে মোটরসাইকেল নিয়ে শিবচরের যাচ্ছিলেন দেবাশিষ। এ সময় অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দেবাশীষকে মৃত ঘোষণা করেন।...