লা লিগার প্রথম মাদ্রিদ ডার্বিতে রীতিমতো ভেঙে পড়ল রিয়াল মাদ্রিদ। আতলেতিকো মাদ্রিদ শনিবার রাতে ওয়ান্ডা মেট্রোপলিতানোতে ৫-২ গোলের জয় তুলে নিয়ে শিরোপার অন্যতম দাবিদার রিয়ালকে করল বিধ্বস্ত। ম্যাচে জ্বলে উঠলেন আতলেতিকোর আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ, যিনি করলেন দুটি গোল। শেষ মুহূর্তে পঞ্চম গোলটি করেন আনতোয়ান গ্রিজমান। রিয়ালের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও তরুণ তারকা আর্দা গুলার। তবে পুরো ম্যাচজুড়ে রক্ষণভাগে বিপর্যয় ডেকে আনে তাদের হার। বিশেষ করে ডিন হুইসেন ও এদের মিলিতাও ছিলেন দারুণ নড়বড়ে। শুরুর দিকে রবিন লে নর্মাঁর হেডে এগিয়ে যায় আতলেতিকো। এরপর এমবাপ্পে ও গুলারের দুর্দান্ত গোল রিয়ালকে এগিয়ে নেয় ২-১ এ। কিন্তু বিরতির আগে আলেক্স সরলথের হেডে সমতায় ফেরে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে সব দিক থেকে এগিয়ে যায় আতলেতিকো। গুলারের অমনোযোগী ডিফেন্ডিংয়ে দেওয়া পেনাল্টি থেকে গোল করেন...