শনিবার থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা ফের কার্যকর হওয়ার পর যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরানকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে এবং আলোচনায় ফেরার আহ্বান করেছে। এই তিন দেশ জানিয়েছে, তেহরানের ধারাবাহিকভাবে পারমাণবিক কর্মসূচি জোরদার করা এবং সহযোগিতা না করার কারণে তাদের সামনে ‘শেষ অবলম্বন’ হিসেবেই কঠোর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা ছাড়া আর কোনো উপায় ছিল না। তারা এক যৌথ বিবৃতিতে বলেছে, “আমরা ইরানকে কোনো উত্তেজনামূলক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানাই। নিষেধাজ্ঞা পুনর্বহাল মানেই কূটনীতির শেষ নয়। ” ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত সপ্তাহে জোর দিয়ে বলেছেন, তার দেশ পারমাণবিক অস্ত্র বানানোর কোনো ইচ্ছা রাখে না এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালকে ‘অন্যায়, অবিচার ও অবৈধ’ বলে নিন্দা করেছেন। শনিবার রাত ১২টা (০০:০০ জিএমটি) থেকে জাতিসংঘের বিস্তৃত অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা ইরানের ওপর ফের কার্যকর হয়।...