এরপর ফিনের সেই আত্মাদের সহযোগিতা নিয়ে পালিয়ে যেতে হবে বলে ট্রেলারে এমন ধারণাই দিয়েছেন নির্মাতা।গুড ফরচুনমুক্তির তারিখ: ১৭ অক্টোবর ২০২৫পরিচালক: আজিজ আনসারিঅভিনয়ে: কিয়ানু রিভস, কেকে পালমার, রোজেনকমেডি জগতের পরিচিত নাম আজিজ আনসারি, যিনি পার্কস অ্যান্ড রিক্রিয়েশন এবং মাস্টার অব ননের জন্য জনপ্রিয়, এবার হাজির হচ্ছেন নতুন সিনেমা গুড ফরচুন নিয়ে। ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ২০২৫ সালের ১৭ অক্টোবর।ছবির গল্পে দেখা যাবে, পৃথিবীর বাইরে থেকে একজন দেবদূত আসে। এই দূতের সঙ্গে আমেরিকার রাস্তায় দেখা হয় একজন ব্যর্থ মানুষের। যার চাকরি নেই, ঘর নেই, টাকা নেই। বলতে গেলে কিছুই নেই। সেই মানুষটিকে উন্নত জীবন উপহার দেবেন এই দেবদূত। তারপর ঘটতে থাকবে নানা ধরনের ঘটনা। এভাবেই এগিয়ে যাবে সিনেমাটির গল্প। গুড ফরচুনমুক্তির তারিখ: ১৭ অক্টোবর ২০২৫পরিচালক: আজিজ আনসারিঅভিনয়ে: কিয়ানু রিভস, কেকে পালমার, রোজেনকমেডি...