বলিউডে গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকে কত না অজানা গল্প। সাইফ আলি খান এবার খোলাসা করলেন অভিনয় জীবনের শুরুর দিকের সেই তিক্ত অধ্যায়। জানালেন, তারকা পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও একসময় পকেটে টাকা ছিল না, আর সেই আর্থিক সংকটই তাকে বাধ্য করেছিল এক প্রযোজকের অনৈতিক প্রস্তাবে রাজি হতে।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ জানান, যখন তার বয়স মাত্র ২১ বছর, তখন তিনি তার চেয়ে ১০ বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন। এরপর ২৫ বছর বয়সে প্রথম সন্তান সারার জন্ম হয়। সে সময় পরিবারের দায়িত্ব তার কাঁধে চলে আসে। এমন একটি সময়ও ছিল যখন তাকে সপ্তাহে মাত্র ১০০০ টাকা অফার করা হয়েছিল একটি উদ্ভট শর্তের বিনিময়ে।সাইফ জানান, সেই কঠিন সময়ে একজন নারী প্রযোজক তাকে প্রতি সপ্তাহে এক হাজার রুপি করে...