সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।গত ২৪ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম:ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশচাকরির ধরন:বেসরকারি চাকরিপ্রকাশের তারিখ:২৪ সেপ্টেম্বর ২০২৫পদ ও লোকবল:একটি ও দুজনআবেদন করার মাধ্যম:অনলাইনআবেদন শুরুর তারিখ:২৪ সেপ্টেম্বর ২০২৫আবেদনের শেষ তারিখ:৪ অক্টোবর ২০২৫অফিশিয়াল ওয়েবসাইট:https://www.wvi.org পদের নাম:অফিসার-প্রিভেনশনপদসংখ্যা:দুটিশিক্ষাগত যোগ্যতা:যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, বিশেষ করে সমাজবিজ্ঞান/সমাজকর্ম/মনোবিজ্ঞানে।অন্যান্য যোগ্যতা:এনজিওতে কাজের দক্ষতা। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল...