ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ থেকে সর্বশেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দি গ্রহণ অনুষ্ঠিত হবে। শুনানিতে অংশ হিসেবে তুলে ধরা হবে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য এবং জব্দ করা ভিডিও প্রমাণ। ট্রাইব্যুনাল থেকে এই কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে ৫৪তম সাক্ষী হিসেবে উপস্থিত থাকবেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এর আগে এ মামলায় সাক্ষ্য দিয়েছেন শহীদ আবু সাঈদের পিতাসহ নিহতদের স্বজনেরা। স্টার উইটনেস হিসেবে আদালতে হাজির হয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে নেতৃত্ব দিচ্ছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল...