আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। আজ রবিবার বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ প্যাকেজ ঘোষণা করবেন। এবার বিমান ভাড়া হ্রাস পাওয়ায় হজ খরচ গত বছরের তুলনায় কিছুটা কম হতে পারে। গতকাল শনিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে হজ প্যাকেজ-১-এর খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২-এর খরচ ছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ খরচ ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, আগামী বছরের জন্য সরকার হজের তিনটি প্যাকেজ ঘোষণা করবে। এর মধ্যে প্রথম হজ প্যাকেজে হারাম...