দুর্গাপূজা কেবল ধর্মীয় আচার নয়; এটি আনন্দ, মিলন আর প্রাণের উৎসব যেমন, তেমনই অর্থনীতিরও প্রাণস্পন্দন বটে। উৎসবের আবহে ধর্ম-নির্বিশেষে সবার জন্য খুলে যায় ব্যবসা-বাণিজ্যের নতুন দিগন্ত—শিশুর চোখে নতুন জামার স্বপ্ন, মায়ের মুখে সিঁদুরের লাল আভা আর পরিবারের কেনাকাটার উৎসব হয়ে ওঠে বছরের অন্যতম বড় অর্থনৈতিক পর্ব। এই সময় হিন্দুদের ঘরে ঘরে উৎসবের আমেজ লাগে, মণ্ডপ সাজে আলোয়-আলোয়। সেই সঙ্গে প্রতিটি বাজারে শুরু হয় অর্থনীতির উৎসব—যা শুধু ভক্তি নয়, দেশের ক্ষুদ্র ও বৃহৎ ব্যবসাকে এগিয়ে নেওয়ার শক্তিশালী ক্ষেত্র। পূজার আগে বাজারে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে, শহরের অলি-গলি থেকে বড় শপিংমল, গ্রামের হাট, স্থানীয় দোকান এবং অনলাইন প্ল্যাটফর্মে। প্রতিটি কোণায় শুরু হয় বেচাকেনার জোয়ার—ফুল বিক্রি থেকে কাপড়ের দোকান, অলঙ্কারের কারিগর থেকে ই-কমার্স ব্যবসা, প্রত্যেকে খুঁজে পায় পূজার এই সময়ে ব্যবসায়িক সাফল্যের পথ।...