নিউইয়র্কে এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা দেশ পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে আয়োজিত “এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ” শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।আরো পড়ুন:প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রতি বিশ্বনেতাদের পূর্ণ সমর্থনট্রাম্পের সঙ্গে এক ফ্রেমে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রতি বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শুরু হওয়া পরিবর্তনকে এগিয়ে নিতে আপনারা নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।” তিনি বলেন, “আমরা শুরু থেকেই আপনাদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছিলাম এবং আপনাদের সম্পৃক্ততার উপায়...