যুক্তরাষ্ট্রের মাইনর লিগে আগের ম্যাচেই জোড়া উইকেট শিকার করেছিলেন সাকিব আল হাসান। এবার আটলান্টা লাইটেনিংয়ের বিপক্ষে ফের জ্বলে উঠলেন এই টাইগার অলরাউন্ডার। এদিন ৪৭ রানের জয় তুলে নিয়েছে সাকিবের দল আটলান্টা ফায়ার। আর জয়ের রাতে দুর্দান্ত বোলিং করে ম্যাচ ফেরার পুরস্কার পেয়েছেন সাকিব। পরমবীর ক্রিকেট কমপ্লেক্স মাঠে এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৭ ওভারে ১২৭ রান সংগ্রহ করে আটলান্টা ফায়ার। ব্যাট হাতে এদিন নিজের ঝলক দেখাতে পারেননি তাকে। এক ছক্কায় ৪ বলে সাত ৭ করে ফিরে গেছেন তিনি। তবে বল হাতে জ্বলে উঠেছেন এই টাইগার ক্রিকেটার। চার ওভার বল করে ২৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি। এতে দ্রুত উইকেট হারিয়ে ৮০ রানের বেশি করতে পারেনি লাইটেনিং। এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার ঋষি পান্ডের উইকেট...