জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সতর্ক করে বলেছেন, "আমার দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব দৃঢ়ভাবে দেওয়া হবে।" স্থানীয় সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে তিনি বলেন, রাশিয়ার পশ্চিমা দেশগুলোতে আক্রমণের কোনো পরিকল্পনা নেই, তবে প্ররোচিত হলে জবাব দিতে প্রস্তুত। খবর আল জাজিরার। ল্যাভরভের এই মন্তব্য আসে এমন এক সময়ে যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া ইউরোপে ড্রোন ও যুদ্ধবিমান পাঠিয়ে হুমকি তৈরি করছে। তিনি এক্সে লিখেছেন, "রাশিয়া পরীক্ষা করছে ইউরোপ নিজেদের কতটা রক্ষা করতে পারে এবং মানুষের মনে সন্দেহ তৈরি করছে, যাতে তারা বলে— যদি নিজেদের রক্ষা করতে না পারি তবে কেন ইউক্রেনকে সহায়তা দেব?" রাশিয়া অবশ্য পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন ও এস্তোনিয়ায় যুদ্ধবিমান পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে। ডেনমার্কের বিমানবন্দরে অজ্ঞাত ড্রোন দেখা যাওয়ার ঘটনাতেও তারা জড়িত...