টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দেখা হলেও এখনও এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চ অর্থাৎ এশিয়া কাপের ফাইনালে দেখা হয়নি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। অবশেষে সেই প্রতীক্ষা ফুরোচ্ছে রোববার। আসরটির ১৭তম সংস্করণের ফাইনালে মুখোমুখি হবে দুই প্রতিবেশী রাষ্ট্র।দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার রাত ৮.৩০ মিনিটে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ফাইনালের মঞ্চে শেষ এই দুই দলের দেখা হয়েছিল ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেবার সরফরাজ আহমেদের দল রীতিমত ইতিহাস গড়েছিল। প্রথমবারের মত কোন আইসিসি টুর্নামেন্টে ভারতের বিপক্ষ জয় পেয়েছিল পাকিস্তান। তবে বহুজাতিক টুর্নামেন্টের ফাইনালে আশ্চর্যজনক হলেও সত্য পাকিস্তানের পাল্লা ভারি।প্রায় ৪১ বছরের ইতিহাস এশিয়া কাপের। এই দীর্ঘ ইতিহাসে এবারই প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল হচ্ছে এশিয়া ক্রিকেট শ্রেষ্ঠত্বের মঞ্চে। তবে কোন এক বহুজাতিক টুর্নামেন্টের ফাইনালে প্রথমবারের মত ভারত-পাকিস্তান লড়াই হয়েছিল ১৯৮৫ সালে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ...