সালমান আলি আগা অনূর্ধ্ব-১৬ পর্যায়ে খেলা শুরু করেছেন ২০০৭ সালে। মাঠে দুই দলের হাত না মেলানোর ঘটনা দীর্ঘ এই ১৮ বছরে কখনও আগে দেখেননি বলে জানালেন তিনি। তার বাবা স্মৃতির আয়নায় তাকিয়েছেন আরও ২০ বছর পেছনের সব খেলায়। এমন নজির জানা নেই তারও। পাকিস্তান অধিনায়ক বললেন, এমন ঘটনা ক্রিকেটের জন্য কখনোই ভালো নয়। এই বিতর্কের সূত্রপাত দুই সপ্তাহ আগে, এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে যখন মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। টসের সময় সেদিন সালমানের সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ। ম্যাচের পর পাকিস্তানিদের সঙ্গে হাত না মিলিয়ে ভারতীয় ক্রিকেটাররা মাঠ ছেড়ে ড্রেসিং রুমে গিয়ে দরজা আটকে দেন। প্রতিবাদে সেদিন ম্যাচের পর পুরস্কার বিতরণীয় আয়োজন বর্জন করেন সালমান। পাকিস্তান দল পরে বর্জন করে সংবাদ সম্মেলন। সেই ঘটনার জের ধরে অনেক...