সূর্যকুমার যাদব নিজেদের নিয়ে গর্ব করতেই পারেন। তার দল যেভাবে খেলছে তাতে গর্ব না করার কারণ নেই। তবে প্রতিপক্ষ পাকিস্তানকে নিয়ে যেভাবে মূল্যায়ন করলেন তা ক্রিকেটীয় দিক থেকে খানিকটা দৃষ্টিকটু বটে। “আমার মতে, দুটি দল যদি ১৫-২০ বার মুখোমুখি হয় এবং সেই লড়াইয়ের ফল থাকে ৭-৭ বা ৮-৭, তাহলে সেটাকে প্রতিদ্বন্দ্বিতা বলে। কিন্তু যদি ১৩-০ বা ১০-১ হয়…তবে এটি এখন আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। তবে হ্যাঁ, আমরা ওদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছি।” এখানে এটি মানে, ভারত ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা। পরিসংখানের বিচারে পাকিস্তানকে নিয়ে ভারতের অধিনায়কের ভাবনা এমন। পরিসংখানও তা-ই। টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে ভারতের জয় ১২টি, পাকিস্তানের মোটে ৩টি। এমন সমীকরণ মাথায় নিয়েই আজ সন্ধ্যায় এশিয়া কাপের ফাইনালে মাঠে নামতে যাচ্ছে দুই দল। এশিয়া কাপ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি...