বিক্ষুব্ধ হয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ করেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বিএনপি ও জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শাহরাস্তি পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে মিছিলটি শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ হয়। মিছিলে বিএনপি’র স্থানীয় সমর্থক, কর্মী ও ক্ষুব্ধ জনতা অংশ নেন। এসময় বিএনপি নেতাকর্মীরা এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার কুশপুত্তলিকা দাহ করেন। বিক্ষোভকারীরা বলেন, আগামী দিনে শাহরাস্তির মাটিতে নাসীরুদ্দীন পাটোয়ারীকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে। এই নাসিরের ঠিকানা শাহরাস্তিতে হবে না। আজকের বিক্ষোভ সমাবেশ...