প্রতিটি দিনই নিয়ে আসে নতুন সম্ভাবনা, আশা, আর কখনো কখনো কিছু সতর্কবার্তা। জীবনের প্রতিটি মুহূর্তে, আকাশের গ্রহ-নক্ষত্রগুলোর চলাচল আমাদের ভাগ্য ও মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলতে পারে।আজকের রাশিফলে জেনে নিন আপনার দিনটা কেমন যাবে, কোন দিকে রাখবেন বিশেষ নজর, আর কোথায় থেকে পেতে পারেন সাফল্যের ইঙ্গিত। প্রেম, সম্পর্ক, কর্মজীবন, অর্থ ও স্বাস্থ্য—সব দিক জেনে নিন দিনের শুরুতেই।আজ রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫। চলুন, দেখে নেওয়া যাক আজকের আকাশের গ্রহ-নক্ষত্ররা কী বলতে চাচ্ছে আপনাকে।মেষ (২১ মার্চ - ১৯ এপ্রিল):আজ থেকে নির্বাচনী সংলাপ শুরুযারা এখনো অবিবাহিত, তারা মনের মতো সঙ্গী পেতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনার কিছু বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। আপনি আজ খুব ক্লান্ত এবং স্ট্রেস ফিল করতে পারেন। আজ আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা ৫, শুভ সময় দুপুর ১২টা থেকে বিকেল...