লতা মঙ্গেশকর ছিলেন সংগীত পরিবার থেকে উঠে আসা অনন্য এক নক্ষত্র। তার বাবা ছিলেন গায়ক, থিয়েটারের অভিনেতা ও মারাঠি গীতিনাট্যের প্রযোজক। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।দশকের পর দশক তিনি ছিলেন বলিউডের সবচেয়ে চাহিদাসম্পন্ন প্লেব্যাক গায়িকা। শীর্ষ অভিনেত্রীরা চাইতেন তাদের ছবির গানটি যেন এই শিল্পীর কণ্ঠে শোনানো হয়। তার কণ্ঠ ভারতের চলচ্চিত্রকে দিয়েছে অন্য রকম এক মাত্রা। সংগীতে অসামান্য অবদানের জন্য লতা মঙ্গেশকর পেয়েছেন অসংখ্য সম্মাননা। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারত রত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ ছাড়াও অর্জন করেছেন দাদাসাহেব ফালকে পুরস্কার। পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারবার ফিল্মফেয়ার পুরস্কার এবং ১২ বার বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন পুরস্কার। শুধু ভারত নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সম্মানিত হয়েছেন তিনি—ফ্রান্স সরকার তাকে দিয়েছে সে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অফিসার দে লা দি’ অনার। ২০২২ সালের...