নিজস্ব প্রতিবেদক : নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে আলোচনার কেন্দ্রে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কারণ? এক ভারতীয় সাংবাদিকের করা স্পর্শকাতর প্রশ্ন আর তার পাল্টা জবাব। জাতিসংঘ সদর দপ্তরে প্রবেশের সময় ভারতীয় সংবাদ সংস্থা ANI-এর এক সাংবাদিক সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন: “প্রধানমন্ত্রী শরিফ, আপনারা কবে সীমান্ত সন্ত্রাস বন্ধ করবেন?” প্রথমে শাহবাজ শরিফ বিষয়টি এড়িয়ে গেলেও, প্রবেশপথ পেরিয়ে পেছনে ফিরে দাঁড়িয়ে সংক্ষেপে উত্তর দেন: “আমরা সীমান্ত সন্ত্রাসকে পরাজিত করছি। আমরা তাদের পরাস্ত করছি।” এই ছোট কিন্তু দৃঢ় জবাবের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়, যেখানে নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন...