ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অন্যতম নান্দনিক স্থান ‘মীর মুগ্ধ সরোবর’। ‘হাতিরঝিল অব ইবি’ খ্যাত এই সরোবর একসময় ছিল শিক্ষার্থী আর বহিরাগত দর্শনার্থীদের আড্ডা আর বিনোদনের প্রাণকেন্দ্র। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বাজেট সংকট ও অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে লেকটি। সরেজমিনে দেখা যায়, সরোবরের চারপাশে জমে গেছে ঝোপঝাড় ও ময়লা আবর্জনা। পাশেই তৈরি হয়েছে ময়লার ভাগাড়, যেখান থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। সরোবরে নেই পানি প্রবাহ, কচুরিপানা আর শেওলায় ঢেকে গেছে পুরো লেক। নেই পর্যাপ্ত আলো। অন্ধকারে বসছে অবাধে মাদকের আসর। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের প্রধান আলাউদ্দিন আলাল বলেন, প্রায় এক মাস আগে কচুরিপানা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছিলাম। শ্রমিকরা ১ লাখ টাকার নিচে রাজি হয়নি। কিন্তু ট্রেজারার থেকে মাত্র ২৫ হাজার টাকা বরাদ্দ পাওয়ায় কাজটি আটকে গেছে। শীতের আগে সরোবর পরিষ্কার করতে পারলে অনুষ্ঠানগুলো সুন্দরভাবে আয়োজন...