লন্ডনের এনফিল্ড কাউন্সিলের মেয়র মোহাম্মদ আমিরুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ–এর অনুসন্ধানে প্রকাশ, তিনি আত্মীয়–স্বজন ও ঘনিষ্ঠজনদের জন্য ভিসা পেতে নিজের পদমর্যাদা ও কাউন্সিলের অফিসিয়াল লোগো ব্যবহার করেছিলেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মেয়র থাকা অবস্থায় তিনি ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে একাধিকবার চিঠি পাঠান। সেই চিঠিতে অনুরোধ করা হয় তাঁর ৪১ জন আত্মীয় ও বন্ধুর ভিসা দ্রুত বিবেচনার জন্য। কখনো অফিসিয়াল চিঠি, আবার কখনো ভুয়া কাগজ বানিয়ে তিনি এই কাজ করেছেন। ২০২৪ সালের মে মাসে ব্রিটিশ হোম অফিস এ ধরনের সন্দেহজনক চিঠির বিষয়ে কাউন্সিলকে সতর্ক করে। এরপর একটি ১৬০ পৃষ্ঠার গোপন তদন্ত প্রতিবেদনে জানা যায়, মেয়র হওয়ার আগেও আমিরুল ইসলাম এমন চিঠি পাঠাতেন। তদন্তে দেখা গেছে, এসব চিঠিতে আবেদনকারীদের পাসপোর্ট নম্বর ও জন্মতারিখের মতো সংবেদনশীল...