৪১ বছর ধরে চলে আসছে এই অপেক্ষা। টি-টোয়েন্টি বিশ্বকাপ, এমনকি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলে ফেললেও এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চ অর্থাৎ এশিয়া কাপের ফাইনালে কখনোই যে দেখা হয়নি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। অবশেষে সেই প্রতীক্ষা ফুরোচ্ছে আজ। আসরটির ১৭তম সংস্করণের ফাইনালে আজ মুখোমুখি হবে পারমাণবিক ক্ষমতাধর দুই প্রতিবেশী রাষ্ট্র। এবারের এশিয়া কাপে দুদেশের মাঠের খেলা কোনো আলোচনাই তৈরি করতে পারেনি। গ্রুপ ও সুপার ফোর পর্ব মিলিয়ে দুবার এ উত্তেজনার ম্যাচ হয়ে গিয়েছে। প্রথম দেখায় ৭ আর দ্বিতীয় দফায় ৬ উইকেটের ব্যবধানে একপেশে ম্যাচ দুটো জিতে নেয় ভারত। তবে দুই ম্যাচেই ক্রিকেটের জায়গা দখল করে রাখে দুদেশের রাজনৈতিক বৈরিতা। শুরুটা হয় হ্যান্ডশেক বিতর্ক দিয়ে। এরপর পাকিস্তানের ম্যাচ তথা আসর বয়কটের হুমকি। মাঠে ক্রিকেটারদের নানা ধরনের অঙ্গভঙ্গি এ সবই উত্তাপ ছড়িয়েছে আসর জুড়ে।...