আপনাদের প্রজন্ম এবং বর্তমান প্রজন্মের মিউজিশিয়ানদের মধ্যে যে তফাত খুঁজে পান...তফাত তো অনেক। কারণ, আমরা যাদের সঙ্গে গান করেছি তারা কারা ছিলেন? তারা ছিলেন দেশের সংগীতের কিংবদন্তি। যেমন, আমরা গান করেছি খন্দকার নুরুল আলম, সুবল দাস, সত্য সাহা, আব্দুল আহাদ সাহেব, আলাউদ্দিন আলী, ইমতিয়াজ বুলবুল ও লাকি আখন্দের মতো কিংবদন্তিদের সঙ্গে। এই প্রজন্ম তো আর তাদের পায়নি। তাই তফাতটা এই জায়গাতেই। তারপরও নতুনরা ভালো করছে, তাদের জানাশোনা ভালো।সংগীত নিয়ে তরুণদের জন্য আপনার পরামর্শ...আমি পরামর্শ দিতে পছন্দ করি না। তবে তাদের একটা কথাই বলব, গান ভালোবেসে করতে হবে। তাহলেই সংগীত তোমাদের গ্রহণ করবে। তফাত তো অনেক। কারণ, আমরা যাদের সঙ্গে গান করেছি তারা কারা ছিলেন? তারা ছিলেন দেশের সংগীতের কিংবদন্তি। যেমন, আমরা গান করেছি খন্দকার নুরুল আলম, সুবল দাস, সত্য সাহা,...