২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ এএম ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে ভয়াবহ পদদলনের ঘটনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)-এর জনসভায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিপুল জনসমাগমে দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়ে মুহূর্তেই কান্না-আর্তনাদে ভরে ওঠে পুরো এলাকা। শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, জনসভায় প্রায় ৩০ হাজার মানুষের ভিড় হওয়ার কথা থাকলেও বাস্তবে সেখানে উপস্থিত হন প্রায় ৬০ হাজার মানুষ। এই অতিরিক্ত চাপেই হঠাৎ পদদলনের ঘটনা ঘটে। থালাপতি বিজয় মঞ্চে আসতেই মানুষ ব্যারিকেড ভেঙে তার কাছাকাছি যেতে চাইলে হুড়োহুড়ি শুরু হয়। এতে দমবন্ধ হয়ে অনেকেই অজ্ঞান হয়ে পড়েন এবং মুহূর্তেই পদদলনের শিকার হন বহু মানুষ। সর্বশেষ...