২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ এএম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোর্টল্যান্ডে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে প্রয়োজনে ‘পূর্ণ শক্তি’ ব্যবহারেরও অনুমতি দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পাশাপাশি কয়েকটি শহরে বিক্ষোভ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পোর্টল্যান্ডে অবস্থিত ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কেন্দ্রকে সুরক্ষিত রাখতে সেনা মোতায়েন করা হবে। কারণ, অ্যান্টিফা ও অন্যান্য দেশীয় সন্ত্রাসীরা নিয়মিত হামলা চালানোর চেষ্টা করছে। ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়ে বলেছেন, প্রয়োজনে এই কেন্দ্র রক্ষায় ‘পূর্ণ শক্তি’ ব্যবহারেরও অনুমোদন দেওয়া হলো। বিবিসি ও তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ফেডারেল ভবন ও শহরের জননিরাপত্তার ওপর হুমকি মোকাবিলায় সেনা...