২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে'র সরকারি ঘাটটি আবারও অবৈধ দখলদারদের দখলে। গত বছর উপজেলা প্রশাসনের সক্রিয় উদ্যোগে ঘাটটি দখলমুক্ত করা হলেও, সম্প্রতি একাধিক প্রভাবশালী ব্যক্তি সেখানে বাঁশ রেখে ও টং দোকান নির্মাণ করে ফের দখলে নিয়েছেন। সরেজমিনে গেলে দেখা যায়, ঘাটের মূল অংশে শত শত বাঁশ রেখে এবং অস্থায়ী টং দোকান তৈরি করে পুরো ঘাটটি কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। এতে মেঘনা-তিতাস নদীপাড়ের অসংখ্য বাসিন্দা ও হাটে আগত মানুষজন নদীপথে যাতায়াত ও পণ্য পরিবহনে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে।প্রভাবশালীদের ভয়ে নাম প্রকাশ না করার শর্তে বাজারের এক ব্যবসায়ী বলেন, ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ঘাটটি এখন বাঁশের নিচে চাপা পড়ে...