২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ এএম ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজারে চার মাস আগে হালিম ফকির নামের এক বৃদ্ধের চুল ও দাড়ি জোর করে কেটে দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে সাতজনের নাম উল্লেখসহ ১২ জনকে আসামি করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগী হালিম ফকিরের বড় ছেলে শহীদ মিয়া আকন্দ। তিনি জানান, “আমার বাবার সঙ্গে যে অন্যায় হয়েছে, আমরা আগে কিছুই করতে পারিনি। এখন আমরা আইনের আশ্রয় নিয়েছি, এবং আইন তাদের বিচার করবে।” মামলায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা গ্রামের সোহরাব হোসেন আশরাফীসহ সাতজনকে নামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও চার-পাঁচজনকেও আসামি করা হয়েছে। ঘটনাটি ঘটেছিল গত কোরবানির ঈদের কয়েক দিন আগে। একটি ভিডিওতে দেখা যায়, বাউল ফকিরের মতো দেখতে হালিম উদ্দিন আকন্দকে কয়েকজন...