গত মঙ্গলবার নিউইয়র্ক সিটিতে গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) দেশগুলোর নেতারা গভীর অস্বস্তিকর পরিবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। উপসাগরীয় অঞ্চলের কোনো একটি দেশে (কাতার) প্রথমবারের মতো ইসরায়েল হামলা চালানোর পর অনুষ্ঠিত এই শীর্ষ বৈঠকে অন্যান্য আরব ও মুসলিম দেশের নেতারাও উপস্থিত ছিলেন। কাতারে ইসরায়েলের হামলা এমন একটি অপ্রত্যাশিত উত্তেজনা তৈরি করেছে, যা মধ্যপ্রাচ্যে মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার ওপর যে বিশ্বাস, সেটিই গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। ওই হামলার পর জিসিসির প্রভাবশালী দেশ সৌদি আরব পাকিস্তানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি করেছে। পাকিস্তান হলো পারমাণবিক শক্তিধর সামরিক শক্তি। মনে করা হচ্ছে, চুক্তিটি স্বাক্ষর না হওয়া পর্যন্ত সৌদি আরব তার অংশীদার দেশ যুক্তরাষ্ট্রকে এ বিষয়টি জানায়নি। ওয়াশিংটনে কেউ কেউ এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের বলয় থেকে সৌদি আরবের সরে যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন। যেন এটা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা...