নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার নামে সাহায্য তুলতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে ৩ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে এই ঘটনা ঘটে।গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন পাবনা জেলার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা পাড়া গ্রামের মৃত আখতার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০), একই গ্রামের মৃত হামজা প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৩৬) এবং মৃত ফিরোজ হোসেনের ছেলে মামুন হোসেন (২৩)। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ এবং পাঁচ হাজার টাকা জব্দ করে এলাকাবাসী।এলাকাবাসী জানায়, গণপিটুনির শিকার ব্যক্তিরা সিংড়া চলনবিল আল-জামিয়া মহিলা মাদ্রাসার নামে রশিদ দিয়ে দোকানে দোকানে ও বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছিল। কিন্তু স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের আটক করে একটি দোকানের মধ্যে আটকে রাখা হয়। পরে তাদের মাথার চুল কেটে ও মারধর করা হয়। তাদের কাছে থাকা আনুমানিক...