গাজা যুদ্ধের অবসান ঘটাতে এবং ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগোতে যুক্তরাষ্ট্র একটি ২১ দফা শান্তি পরিকল্পনা উন্মোচন করেছে। পরিকল্পনায় ইসরাইলি সেনাদের গাজা থেকে পর্যায়ক্রমে প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ, জিম্মিদের তাৎক্ষণিক মুক্তি এবং শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে রাজি হওয়া হামাস সদস্যদের সাধারণ ক্ষমার প্রস্তাব রাখা হয়েছে।টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই নথি কয়েকটি আরব ও মুসলিম দেশের সঙ্গে ভাগ করেছে যুক্তরাষ্ট্র।প্রস্তাবনায় বলা হয়েছে, ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যেতে নয়, বরং সেখানে থেকেই পুনর্গঠনে ভূমিকা রাখতে উৎসাহিত করা হবে। এটি ট্রাম্প প্রশাসনের পূর্বঘোষিত নীতি থেকে বড় ধরনের পরিবর্তন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, আমেরিকা গাজা নিয়ন্ত্রণে নেবে এবং দুই মিলিয়ন গাজাবাসীকে স্থায়ীভাবে অন্যত্র সরিয়ে দেবে। এবার তার উল্টো অবস্থান সামনে এসেছে।আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা...