নিজস্ব প্রতিবেদক : থালাপতি বিজয়ের রাজনীতিতে পা রাখার প্রথম বড় জনসভায় ভয়াবহ বিপর্যয়। তামিলনাড়ুর কারুর জেলায় শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যাবেলায় আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে ভিড়ের চাপে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৬ জনের। মৃতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন। আহত বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পরপরই প্রায় ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম. সুব্রহ্মণ্যন ঘটনাস্থলে পৌঁছেছেন, এবং মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। রোববার তিনি ঘটনাস্থল পরিদর্শনে যেতে পারেন বলেও জানা গেছে। ঘটনার সময় বিজয় বক্তৃতা করছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, তাকে সামনে থেকে দেখার জন্য হুড়োহুড়ি শুরু হয়, যা দ্রুতই অনিয়ন্ত্রিত ভিড়ে রূপ নেয়। আয়োজকরা অতিরিক্ত ভিড়ের জন্য প্রস্তুত ছিলেন না বলে অনুমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু,...