খুলনা বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলরশিপ আগেই নিশ্চিত করেছিলেন তিনি। শনিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে নির্বাচক পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দেন আবদুর রাজ্জাক। সাবেক এই বাঁ-হাতি স্পিনার এরপর বিকালে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে পরিচালক হওয়ার জন্য মনোনয়নপত্র কেনেন। কাল শেষ দিনে বিসিবির ২৩টি পরিচালক পদের বিপরীতে মনোনয়নপত্র কিনেছেন ৬০ জন। শুধু বরিশাল বিভাগ থেকে কিনেছেন একজন। তার মনোনয়নপত্র যাচাই করে নির্বাচন কমিশন কোনো ভুল না পেলে তিনি বিনা লড়াইয়ে পরিচালক হবেন। নির্বাচনের রিটার্নিং অফিসাররা কাল বরিশালের একমাত্র প্রার্থীর নাম না বললেও একটি সূত্র জানিয়েছে, তিনি ভোলা জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হওয়া শাখাওয়াত হোসেন। আজ মনোনয়নপত্র জমা দেবেন প্রার্থীরা। আগামীকাল মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। সব ঠিক থাকলে ৬ অক্টোবর বিসিবির নির্বাচন। ৬০টি মনোনয়নপত্র...