ন্যাটোর প্রতিক্রিয়াকে দুর্বল আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দ্য অ্যাক্সিওস শো-তে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, রাশিয়ার যুদ্ধবিমান ও ড্রোন ন্যাটো সদস্য দেশের আকাশসীমা লঙ্ঘন করলেও জোট যথেষ্ট কঠোর পদক্ষেপ নিচ্ছে না। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জেলেনস্কি বলেন, পোল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে ও রোমানিয়ার আকাশে রুশ ড্রোন ও জেট প্রবেশ করেছে। তবে ন্যাটোর প্রতিক্রিয়া দুর্বল হওয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও দেশকে লক্ষ্য করছে বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সাথেও একমত পোষণ করেন জেলেনস্কি। বলেন, যদি যুদ্ধবিমান কোনো...