তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে গতকাল রাতে মুখোমুখি হয়েছিল দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও আইসিসির সহযোগী দেশ নেপাল। আর সেখানেই উইন্ডিজকে পরাজিত করে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে জয় তুলে নিয়েছে হিমালয়ের দেশটি। গতকাল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানের পরাজয় উপহার দিয়েছে নেপাল। এদিন আগে ব্যাট করে ১৪৮ রান সংগ্রহ করে রোহিত পাউডেলের দল। জবাব দিতে নেমে ১২৯ রানেই থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। আর এতেই স্বরণীয় এক জয়ের স্বাক্ষী হলো নেপাল। যেখানে যেকোন ফরমেটে আইসিসির টেস্ট খেলুড়ে কোনও দলকে প্রথমবার পরাজিত করল তারা। এমন জয়ের পর নেপাল অধিনায়ক রোহিত পাউডেল বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর! অবশেষে জয়টা এল সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত এক ঐতিহাসিক সিরিজে। আমার মনে হয়েছিল স্কোর ভালো হয়েছে, পিচও ভালো...