বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুর পর রাজনীতিতে সক্রিয় আছেন তার স্ত্রী অধ্যাপিকা নার্গিস বেগম। আর ছেলে অনিন্দ্য ইসলাম অমিত বাবার জীবদ্দশায়ই রাজনীতিতে সক্রিয় ছিলেন। মা-ছেলে দুজনই নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে চলেছেন। দলের হাইকমান্ড তাদের কাজের মূল্যায়ন করছেন। বর্তমানে অধ্যাপিকা নার্গিস বেগম বিএনপির ভাইস চেয়ারম্যান ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বিএনপির ‘একক প্রার্থী’ হিসাবে মাঠ চষে বেড়াচ্ছেন। ২০১৮ সালের নির্বাচনে এ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন তিনি। শুধু নার্গিস বেগম কিংবা অনিন্দ্য ইসলাম অমিত নয়, খুলনা বিভাগে প্রয়াত বিএনপির এমপি, মন্ত্রী ও নেতার অন্তত ৯ জন স্ত্রী, সন্তান মাঠের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। অনেকেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাবা কিংবা...