অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যে ভাষণ দিয়েছেন, তা নানা কারণে প্রণিধানযোগ্য। তার এ বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তাৎপর্যপূর্ণ দেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য। এ কথা অস্বীকার করার উপায় নেই যে, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে পতিত ফ্যাসিস্ট ভারতে পালিয়ে যাওয়ার পরও দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসেনি। দেশের মধ্যে বিরাজ করছে নানারকম অস্থিরতা। আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠান, নির্বাচন পদ্ধতি ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েই গেছে। ফলে নির্বাচন দিয়ে সাধারণ মানুষের শঙ্কা কাটছে না। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কথা জাতিসংঘকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা পদক্ষেপ, আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা, যুদ্ধ-সংঘাতসহ নানা বিষয় তুলে ধরেছেন। তরুণদের...