ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে আজ সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল-বিকেল সংলাপ অনুষ্ঠিত হবে।সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে সংলাপ হবে। আর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ।শনিবার (২৭ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।এই আলোচনায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সংলাপটি নির্বাচন কমিশনের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হবে, যা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।প্রবাসী-কারাবন্দি ভোট নিয়ে চ্যালেঞ্জে ইসিইসি সচিব আখতার আহমেদ গত ২৩ সেপ্টেম্বর বলেন, আমরা সুশীল সমাজ এবং শিক্ষক সমাজের প্রতিনিধিদের নিয়ে প্রথমে সংলাপ শুরু করতে যাচ্ছি। ২৮ সেপ্টেম্বর থেকে...