এরপর সবচেয়ে আলোচিত হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। এ মহাপরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য এখনো পুরোপুরি জানা যায়নি। তবে ইউটিউবে প্রচারিত ভিডিও ও নামমাত্র কিছু প্রকাশিত সূত্র থেকে জানা যায়, এ প্রকল্পের লক্ষ্য হলো বাংলাদেশের উত্তরাঞ্চলের পাগলা নদীখ্যাত তিস্তাকে পুনরায় খনন ও উন্নত করে কোটি মানুষের জীবনমান উন্নত করা। পরিকল্পনা অনুযায়ী, তিস্তা নদীর দুই তীরের পাশে চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়ান সিটির আদলে স্যাটেলাইট শহর তৈরি করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য রাষ্ট্রায়ত্ত চীনা কোম্পানি পাওয়ার চায়না থেকে ঋণ এবং কারিগরি সহায়তা নেওয়া হবে। প্রকল্পের মূল লক্ষ্য হলো নদীর দুই তীর বরাবর ১১৪ কিলোমিটার বাঁধ নির্মাণ করা এবং নদীর প্রস্থ সর্বাধিক এক কিলোমিটারে সীমিত করে নদীর প্রকৃতিকে কৃত্রিমভাবে সর্পিল করা। নদীর বর্তমান গড় প্রস্থ প্রায় তিন কিলোমিটার।কিন্তু প্রকল্পের বাস্তব উপযোগিতা ও নদীর প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যতা...