দেশের দুই পুঁজিবাজারে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে দরপতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। সূচকের পাশাপাশি কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। আর এতে দুই পুঁজিবাজারের মূলধন কমেছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন কমলেও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বেড়েছে। তবে উভয় পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে বাজার মূলধন কমেছে ৬ হাজার ৯৯ কোটি ৬৪ লাখ টাকা। গতকাল শনিবার ডিএসই ও সিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, গত সপ্তাহে (রোববার থেকে বৃহস্পতিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৮০ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ১০ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ কমে ২ হাজার ১০৩ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ৬ দশমিক...