হামাসের ১৯৮৮ সালের চার্টারে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার কথা বলা হয়েছে। ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার কথা বলা হয়েছে সেই সনদে।হামাস নেতারা ১৯৬৭ সালে বেদখল হওয়া ভূখণ্ড ফিরিয়ে নিয়ে সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের বিনিময়ে ইসরায়েলকে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মাঝে মধ্যে। তবে ইসরায়েল এটিকে কেবল একটি কৌশল বলেই মনে করে।উপায় কী: গত বছরের ৭ অক্টোবরের আক্রমণের পর থেকে হামাসকে পুরোপুরি নির্মূলের লক্ষ্যে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। নেতানিয়াহু বলছেন, গাজাকে অবশ্যই নিরস্ত্রীকরণ করতে হবে এবং ইসরায়েলের সম্পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণে রাখতে হবে।আবার এও বলেছেন, তিনি চান না ইসরায়েল গাজা শাসন করুক বা সেখানে বসতি পুনঃপ্রতিষ্ঠা করুক।এমন অবস্থায় গাজায় লড়াইয়ে টিকে থাকার কথা জানিয়ে হামাস বলেছে, তাদের বাদ দিয়ে গাজার জন্য বিকল্প কোনো ব্যবস্থার কল্পনা হবে অলীক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলছে, ঐক্যমতের সরকার গঠনের...