পদ্মা নদী দ্বারা বেষ্টিত নর্থচ্যানেল ইউনিয়ন যেন দুই ভাগে বিভক্ত। ফরিদপুর সদরের সংলগ্ন এ ইউনিয়নের একাংশ পদ্মার এপারে, আরেকাংশ মানিকগঞ্জের কাছে অবস্থিত। মাঝখানে রয়েছে বিশাল পদ্মা। ফলে উভয় তীরেই চলছে নিরবচ্ছিন্ন ভাঙন। অতীতে পদ্মার আগ্রাসী ভাঙনে বিলীন হয়েছে বহু গ্রাম। সাম্প্রতিক সময়ে সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে ইমাম আলীর ডাঙী, জলিল সরদারের ডাঙী, আহমদ বেপারীর ডাঙী, শুকুর আলীর ডাঙী এবং ইউসুফ মাতুব্বরের ডাঙী গ্রাম। নদী গ্রাস করেছে চারটি বাজার ও একটি হাট। এছাড়া, কয়েকশ কবরস্থান এবং কয়েক কিলোমিটার বিদ্যুৎ লাইনও নদীগর্ভে চলে গেছে। প্রতিবছর পানি বাড়ার সময় এবং কমতে শুরু করলে নদীভাঙন তীব্র হয়। গত কয়েকদিন পদ্মার পানি বাড়ায় ইউনিয়নের এপারের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এবং ওপারের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা...