ব্যাটারিচালিত রিকশার পক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেটের সভাপতি আবু জাফর, সঞ্চালনা করেন ব্যাটারিচালিত রিকশা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগরের সভাপতি প্রণব জ্যোতি পাল। সমাবেশে বক্তারা বলেন, ব্যাটারিচালিত যানগুলোকে নিবন্ধনের আওতায় আনলে ৫০ শতাংশ সমস্যা শুরুতেই দূর হয়ে যাবে।সমাবেশ শেষে বাসদের ২ নেতা গ্রেপ্তার :সিলেটে অটোরিকশা ও মাইক্রোবাস ভাঙচুরের ঘটনায় করা মামলায় বাসদের দুই নেতাকে গ্রেপ্তার করেছে মহানগর ডিবি পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের বিক্ষোভ সমাবেশ শেষে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই নেতা হলেন সিলেট জেলা বাসদের আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-চালকদের মিছিল থেকে উপশহরে...