নোয়াখালী পৌরসভা এলাকায় টোল আদায়ের নামে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি। টাকা না দিলেই মারধর ও হেনস্তার শিকার হতে হয় যানবাহন চালকদের। টার্মিনাল ইজারার নিয়মনীতির তোয়াক্কা না করে ইজারাদারের লোকজনের চাঁদাবাজির এ দৃশ্য দেখেও নীরব প্রশাসন। ইজারার সব শর্ত ভঙ্গ হলেও নেওয়া হচ্ছে না কোনও ব্যবস্থা। ইজারাদারের অনিয়মের সঙ্গে পৌরসভার এক কর্মচারীও জড়িত বলে অভিযোগ চালকদের। শনিবার (২৭ সেপ্টেম্বর) নোয়াখালী পৌর এলাকা ঘুরে দেখা যায়, প্রধান সড়কে সিএনজি অটোরিকশা, বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন থামিয়ে টাকা তোলা হচ্ছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পৌর এলাকার অন্তত ১৩টি স্থানে সড়কের ওপর যানবাহন থামিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। প্রকাশ্যে এমন চাাঁদাবাজিতে অতিষ্ঠ চালকরা। টাকা না দিলে বাগবিতণ্ডা, গাড়ি আটকে রাখা ও মারধর করা হয় চালকদের। এ চাঁদাবাজি বন্ধে স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানালেও ব্যবস্থা না...