কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গতকাল শনিবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এক সমাবেশে এমন দাবি জানানো হয়। ‘রোহিঙ্গা ইলেক্টেড সিভিল সোসাইটি’ নামে একটি সংগঠন এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ থেকে রোহিঙ্গারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মিয়ানমারে তাদের ফেরার নিরাপদ পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানায়। একই সঙ্গে মিয়ানমারের সংঘটিত গণহত্যার ন্যায়বিচারেরও দাবি করেন। এ সময় দীর্ঘ আট বছরের বেশি সময় ধরে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানায় রোহিঙ্গারা। রোহিঙ্গারা আশা করছে, আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য...