জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘জিএম কাদের দলের একজন সাধারণ সদস্য। জাতীয় পার্টি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি ছড়ালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ গতকাল শনিবার গুলশানে জাতীয় পার্টির একাংশের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘দলীয় সব কাগজপত্র ইসিতে পাঠানো আছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন (ইসি) আমাদের লাঙ্গল প্রতীক বুঝিয়ে দেবে।’ ‘জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করার কোনো অধিকার জিএম কাদেরের নেই’ এমনটা মন্তব্য করে তিনি বলেন, ‘গঠনতন্ত্র ও আইন মেনে জাতীয় পার্টির নতুন নেতৃত্ব ঠিক করা হয়েছে। জিএম কাদের এখন পার্টির একজন সাধারণ সদস্য। এ নিয়ে জিএম কাদের বিভ্রান্তি ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ জিএম কাদেরের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে আনিসুল ইসলাম বলেন,...