দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার পদ্মা সেতুতে চালু হওয়ার ১৩ দিনে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) পদ্ধতিতে ৯০টি যানবাহন পারপরাপার হয়েছে। আর এ থেকে টোল আদায় হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৮৫০ টাকা। উদ্বোধনের ৩ বছর পর চলতি বছরের গত ১৫ সেপ্টেম্বর এ সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন চালু হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী (টোল, ব্রিজ অ্যান্ড বিইএফ ও রোড আরটিডব্লিউ অ্যান্ড বিল্ডিং) আবু সায়াদ...